স্থানীয়রা কর্নেল হাটের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ড্রেন থেকে মুমূর্ষু অবস্থায় এক নবজাতক উদ্ধারের চারদিন পর এবার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের একটি ডাস্টবিন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় লোকজন মরদেহ দুটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, চৌমুহনীর কর্ণফুলী সিডিএ মার্কেটের মূল ফটকের বিপরীতে একটি উন্মুক্ত ডাস্টবিনে দুই নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা্।
বিষয়টি নিশ্চিত করে ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ সিটিজিনিউজকে জানান, স্থানীয় লোকজন টেলিফোনে আমাকে জানিয়েছেন ডাস্টবিনে একজোড়া নবজাতকের মরদেহ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এরপর স্থানীয় কবরস্থানে মরদেহ দুটি দাফন করা হয়েছে।
