পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক জনগণকে পুলিশের উপর ভরসা রাখার অাহবান জানিয়ে বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই| ইসলামের কথা বলে জামায়াত বার বার দেশ ধংসের পাঁয়তারা করছে| আর এক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশের মহাসমাবশে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।
অাইজিপি বলেন, অভিভাবকদের উচিত ছোটকাল থেকেই সন্তানদের সন্ত্রাস জঙ্গিবাদ বিষয়ে নিরুৎসাহিত করা।ছোটদের দেশের গৌরবময় ইতিহাস শিক্ষা দেওয়া হয় তাহলেই সন্ত্রাসমুক্ত একটি সুস্থ প্রজন্ম তৈরি হবে।
চট্টগ্র্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন| প্রধান বক্তা হিসেবে আছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সমাবেশে বিশেষ অতিথি আছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর শফিকুল ইসলাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এছাড়াও উপস্থিত আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনীতিকরা।
