র‌্যাব-৭ মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ৮৯/৯০ টিএসএন কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আগ্রাবাদ টিএসএন কমপ্লেক্স এর তৃতীয় তলায় বিজনেস ইন্টারন্যাশনাল নামক অফিস কক্ষে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে র‌্যাবের একটি টিম উক্ত অফিসে অভিযান চালিয়ে মো. কামরুল হায়দার সৈকত (২৯) নামে একজনকে একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপর সহযোগী মো. কামরুল হক সোহেল (৩৫) ও মো. সালেহ ওসমান রাসেল (২৮) নামে আরও দুই জনকে ১৭ হাজার ৬৫২ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির সাড়ে ৫ হাজার নগদ টাকাসহ ৮৯/৯০ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় গ্রেফতার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা। পরে গ্রেফতরকৃতদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031