পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক যে কোনো মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তা আর সাক্ষীকে নির্ধারিত তারিখে আদালতে হাজির হতেই হবে বলে জানিয়েছেন । তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বিকালে দিনাজপুর পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

প্রায় সময়ই আদালতে সাক্ষী বা তদন্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে মামলায় দীর্ঘসূত্রতা দেখা দেয়। আর এ কারণে বিড়ম্বনায় পড়ে বিচারপ্রার্থী। কখনও কখনও সমালোচনায় পড়ে বিচার প্রশাসন আর সরকার।

আইজিপি বলেন, ‘এখন মামলায় তদন্তকারী কর্মকর্তাদের আইডি নম্বর ও মোবাইল নম্বর দেয়া হয়. যাতে করে তাদেরকে খুঁজে পেতে সময় না লাগে। আদালত সময় দিয়ে যদি সমন জারি করে তাহলে প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার সহযোগিতা করবে।’

পুলিশ নারী কল্যান সমিতির সভাপতি ও মহাপরিচালকের সহধর্মিনী বেগম শামসুন্নাহার, রংপুর বিভাগের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031