সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ছুটির জন্য যেন অনেকদিন অপেক্ষায় ছিলেন । প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের হাতে দায়িত্বভার দেয়ার পরপরই বিলিয়নিয়ার ব্যবসায়ী রিচার্ড ব্রানসনের ব্যক্তিগত দ্বীপে চলে যান চুটিয়ে ছুটি কাটাতে। সেখানে তাদের ‘এডভেঞ্চার’র ছবি ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার হুট করে তাকে দেখা গেল নিউ ইয়র্কে। শুক্রবার নিউ ইয়র্কের ফিফথ এভিনিউর একটি অফিস ভবনে গিয়েছিলেন তিনি। ম্যানহাটনের ওই ভবন থেকে তিনি যখন বের হচ্ছিলেন বিপুল মানুষ সেখানে ততক্ষণে জড়ো হয়ে গেছে। সিক্রেট সার্ভিসের বেঁধে দেওয়া সীমানার বাইরে উচ্ছ্বসিত মানুষের উল্লাস ছিল দেখার মতো। উপস্থিত প্রায় সবার হাতেই ছিল স্মার্টফোন। সাবেক প্রেসিডেন্টকে একনজর দেখা আর ওই মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে সবার প্রাণান্তকর চেষ্টা বৃথা যায়নি। গাড়ির দিকে যাওয়ার সময় ওবামা সবার উদ্দেশ্যে হাত নাড়েন কিছুক্ষণ। এরপর বিদায় নেন সেখান থেকে।
কালো সানগ্লাস পরা ওবামার পরনে ছিল কালো কোট। তবে ছিল না ‘প্রেসিডেন্টসুলভ’ টাই। ম্যাশাবল লিখেছে, তাকে নিয়ে মানুষের উচ্ছ্বাস এমন ছিল যেন তিনি কোনো রকস্টার!
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
