জেট এয়ারওয়েজের দু’জন বিমানবালার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে। ফ্লাইট নম্বর ৯এস২৪৪৬০ মুম্বই থেকে নাগপুরে যাচ্ছিল শনিবার। এ সময় ২৩ বছর বয়সী মদ্যপ একজন হার্ডওয়্যার ব্যবসায়ী আকাশ গুপ্ত দু’জন বিমানবালাকে যৌন হয়রান করে। এ বিষয়ে তারা ফ্লাইট ক্যাপ্টেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বলা হয়েছে, ওই আরোহী সিট নম্বর ৪১ই তে করে ভ্রমণ করছিলেন। অভিযোগ পেয়ে ক্যাপ্টেন গোপাল সিং মোহন সিং (৪২) বিষয়টি অবহিত করেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)কে। তিনি হাতেনাতে ধরিয়ে দেন ওই অভিযুক্ত ব্যক্তিকে। তার বাড়ি মধ্য প্রদেশের বালাঘাটে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, পরে সিআইএসএফ যোগাযোগ করে সোনেগাঁও পুলিশের সঙ্গে। তারাই আকাশ গুপ্তকে গ্রেপ্তার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে ম্যাজিস্ট্রেটের হেফাজতে পাঠিয়েছে। উল্লেখ্য, আকাশ গুপ্ত ছুটি কাটাতে গিয়েছিল গোয়াতে। ফেরার পথে সে মুম্বই বিমানবন্দর থেকে নাগপুরগামী জেট এয়ারওয়েজে আরোহন করে। কিন্তু মুম্বইতে সে মদ পান করেছিল বলে পুলিশের ধারণা। এ অবস্থায়ই বিমানে ওঠে। যখন বিমানবালারা তাকে খাবার পরিবেশন করছিল তখন সে তাদের দু’জনকে হাত দিয়ে জাপটে ধরে। এ সময় বিমানবালার সঙ্গে তর্কাতর্কি শুরু করে সে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031