মাহমুদা খানম মিতু আত্মহত্যা করতে চেয়েছিলো শ্বশুর বাড়ির নির্যাতনের কারণে চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী । এমনটাই জানিয়েছেন মিতুর বাবা ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। মিতু হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম তার বাবা এমন অভিযোগ করলেন।

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের কাছেও তিনি একথা বলেন। রবিবার রাজধানীতের নিহত মিতুর বাবা মোশাররফ হোসেনের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি তদন্ত কর্মকর্তাকে এসব কথা বলেন।

এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘রবিবার মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আমার বাড়িতে এসে পরিবারের সবার সঙ্গে কথা বলেছেন। আমার ছোট মেয়ে শায়লা নিনজাকে সঙ্গেও তিনি কথা বলেছেন। আমরা মিতুর জীবন সম্পর্কে যা যা জানি তা তদন্ত কর্মকর্তাকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তা নিনজাকে মিতুর বিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। নিনজাও মিতু ও তার বিবাহিত জীবন নিয়ে যা জানে তা তাকে জানিয়েছেন।’

মোশাররফ হোসেন বলেন, ‘বাবুল আক্তার দেশ ছাড়তে পারেন। কিন্তু আমি তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে কিছুই বলিনি।’

তিনি আরও বলেন, ‘মিতু তার ছোট বোন নিনজাকে কয়েবার জানিয়েছিল বাবুলের পরিবার তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতো। এমনকি বাবুলের বোন লাবনী তার ভাই বাবুলকে বনি নামের এক মেয়ের সঙ্গে আবার বিয়ে দিতে চেয়েছিল। এরপর থেকেই বাবুলের বিবাহবর্হিভূত সম্পর্কের বিষয়টি সামনে আসে। কিন্তু তার মা ও বোন বিষয়টি আমাকে জানায়নি।’

মোশাররফ হোসেন আরও বলেন, ‘সম্প্রতি আমরা চট্টগ্রামে গিয়ে প্রতিবেশি ও কাজের লোকদের কাছে জানতে পেরেছি মিতু কয়েকবার আমার বাড়িতে যেতে চেয়েছিল। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। বিষয়টি আমরা জানতে পেরে বাবুলকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে বিষয়টি এড়িয়ে গিয়েছিল।’

গত বছরের ‍জুনে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মিতুকে তার বাসার পাশের রাস্তায় গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে বাবুল ঢাকায় তার শ্বশুড় বাড়িতে ছিলেন। কিন্তু সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেওয়ার পর তিনি শ্বশুর বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে ওঠেন।

ক্ষোভ প্রকাশ করে মোশাররফ হোসেন বলেন, ‘বিবাহ বর্হিভূত সম্পর্ক থাকার অভিযোগ উঠলেও বাবুল কেন তার প্রতিবাদ করেনি, কেন তিনি এ বিষয়ে কোনও জবাবও দেননি, কেন তিনি একটি সংবাদ সম্মেলন করেননি, কেন তিনি মামলার তদন্ত কর্মকর্তাকে এসব বিষয় জানাননি? আমি এসব বিষয় তদন্ত কর্মকর্তাকে জানিয়েছি এবং বিষয়টি তদন্ত করার অনুরোধ করেছি।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে এ হত্যার আসল কারণ উদঘাটন করে তা প্রকাশ করার অনুরোধ করেছি। আমরা জানতে চাই, এ হত্যার পেছনে বাবুল, না তার পরিবার, না অন্য কেউ জাড়িত।’

এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকটি বিষয় পরিষ্কার করতে পুলিশ বাবুল আক্তারের শালিকাকে মিতু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি মিতুর বাবা-মা ও অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেছে।’

তবে মিতুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছেন কিনা তা জানাননি কামরুজ্জামান।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031