সরকারি কর্মকর্তা শামসুল হক (৫৮) ও তার ছেলে আশরাফুল হক অপু (২৮) অফিস শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন । তাদের বহন করা রিকশাটি মতিঝিল সরকারি হাই স্কুলের সামনে আসতেই মোটর সাইকেলে করে আসা ৪ আরোহী তাদের গতি রোধ করে। দু’জনকে রিকশা থেকে নামিয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে দুর্বৃত্তরা। এতে শামসুল হকের দু’পায়ে গুলি লাগে। পেটে ও হাতে গুলি লাগে অপুর। এসময় ব্যাগ ধরে টানা হেঁচড়া করলেও তা নিতে পারেনি। তবে তাদের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এরপর আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাসমুল হক পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। আর অপু ধর্ম মন্ত্রণালয়ে হিসাব বিভাগে কর্মরত।
আহত শামসুল হক বলেন, সেগুন বাগিচা থেকে ১/২৩ পূর্ব বাসাবোর পাটোয়ারি গলির বাসায় যাচ্ছিলাম। তারা আমাদের ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টায় টানা হেঁচড়া করে রিকশা থেকে নামিয়ে ফেলার পর গুলি করে। ব্যাগ নিতে না পারলেও ১০ হাজার টাকা নিয়ে গেছে।
তার ভাই মাহমুদুল হক বলেন, এটা কী ছিনতাইয়ের ঘটনা নাকি মন্ত্রণায়ের কোনো কাজে সংক্ষুদ্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
