দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজের সামনে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ভর্তি করা হয়েছে।
রোববার (১২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আহতরা হলেন- আশরাফুল ইসলাম (২৪), সোলাইমান (২০) ও আরেকজনের নামপরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা।
তিনি বলেন, তিনজনের মধ্যে নাম না জানা যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মিরসরাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শফিকুল ইসলাম বলেন, হানিফ পরিবহনের সঙ্গে সেন্টমার্টিন নামে অপর একটি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই তিনজন আহত হন।
