অভিভাবক মহল চট্টগ্রামে একের পর এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে । দিনের পর দিন চলে গেলেও হদিস মিলছে না নিখোঁজ ছাত্রদের। এসব শিক্ষার্থীরা পুলিশি খাতায় নিখোঁজ থাকলেও প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়নি।
গত বুধবার (৮মার্চ) বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দ নগর দারুল কোরআন হেফজখানা থেকে কক্সবাজার জেলার মহেশখালী থানার সিপাই পাড়ার মো. ছাবেরের ছেলে মো.সাজ্জাদ (৯), ঘোটি ভাংগা এলাকার শামশুল আলমের ছেলে মো. ইমরান(১০) ও মগকাটা এলাকার আবদুল শুক্কুরের ছেলে মো.ফয়সাল(১০) একযোগে নিখোঁজ হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার (৯মার্চ) বোয়ালখালী থানায় ডায়েরী করেন হেফজখানার শিক্ষক মো. কাউছার। তিনি জানান, গত দুই বছর ধরে এ হেফজখানায় তারা পড়াশুনা করে আসছে।
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ১০ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আমিনের মাদ্রাসা পড়ুয়া ছেলে এনামুল হক (১৩) গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে তার বড় ভাই বাদী হয়ে সীতাকুন্ড থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরীতে উল্লেখ করা হয় এনামুল হক মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সে চট্টগ্রামের বায়েজিদ তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
এছাড়া পটিয়া উপজেলার এস. আলম মাদ্রাসা হেফজখানায় অধ্যয়নরত মো. ওবাইদুল হাসান (১৪) গত ২৬ ফেব্রুয়ারী মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এখনো তার খোঁজ মেলেনি। এ ব্যাপারে পটিয়া থানায় ডায়েরী করা হয়েছে জানিয়েছে পুলিশ।
