একজন অ্যাটেনডেন্ট নিহত হয়েছেন নগরীর কদমতলী রেলস্টেশন এলাকায় চাঁদপুর থেকে আসা ‘মেঘনা এক্সপ্রেস’র ধাক্কায় ট্রেনের । সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে জানান জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম।
তিনি বলেন, আনুমানিক ৫৫ বছর বয়সী ওই অ্যাটেনডেন্ট সকালে হেঁটে স্টেশনের দিকে আসছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনি মর্মান্তিকভাবে মারা যান।
নিহতের মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান ওসি শহীদুল ইসলাম।
