প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সেক্টরে দুর্নীতি নিয়ে টিআইবি’র প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছেন।

১৫ মার্চ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ওই প্রতিবেদন করেছিল।

সভায় জনশক্তি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ডিজি সেলিম রেজা জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পরিমাণ অনেক বেড়েছে। বছরের শুরু থেকে যে ধারা দেখা যাচ্ছে, সেটা অব্যাহত থাকলে এ বছরেই ১০ লাখ লোক বিদেশে পাঠানো সম্ভব হবে।

গত ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিদেশ গমনেচ্ছু ৯০ শতাংশের বেশি অভিবাসী কর্মী দুর্নীতির শিকার হচ্ছেন।

টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আরও জানান, গন্তব্য দেশের ভিসা গ্রহণ থেকে শুরু করে বাংলাদেশে বিএমইটি থেকে বহির্গমন ছাত্রপত্র পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে দালালের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন শ্রমিকরা। কয়েকটি দেশে ভিসা পাওয়ার জন্য সরকার নির্ধারিত টাকার পরিমাণ উল্লেখ থাকলেও সর্বনিম্ন দ্বিগুণ থেকে শুরু করে চার-পাঁচগুণে বেশি টাকার বিনিময়ে বিদেশে শ্রমিকরা যাচ্ছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031