নিজেদের অস্তিত্ব জানান দিতে জঙ্গিরা র্যাবের ওপর হামলার চেষ্টা করেছে পুলিশের তৎপরতায় দেশে জঙ্গি কার্যক্রম ঝিমিয়ে পড়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন।
শনিবার বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘জঙ্গিদের নির্মূল করতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সমাজে যেন জঙ্গি বিস্তার না ঘটে সেজন্য অভিযান অব্যাহত রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।’
পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গি দমনে প্রধানমন্ত্রীর আহ্বানে সব মহল থেকে সহযোগিতা আসছে।’ তিনি বলেন, ‘জঙ্গিরা যেসব অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করছে, তা বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে। এসব বন্ধ করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
আইজিপি বলেন, ‘পুলিশি তৎপরতায় ইতোমধ্যে জঙ্গি কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।’
বাংলাদেশে আইএসের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, ‘বাংলাদেশে কোনো আইএস নেই। যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তারা দেশীয় বিভিন্ন গোষ্ঠীর সাথে জড়িত।’
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এর বিকাল তিনটায় পুলিশ প্রধান শহরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশের উদ্বোধন করেন।
