সিরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলকৃত একটি শহরের কাছের এই স্কুলটিতে গৃহহীনরা অবস্থান করছিল। বুধবার একটি মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এ তথ্য জানায়। খবর এনডিটিভির।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার ভোরে আইএস জঙ্গিদের দখলকৃত রাকা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-মানসুরা শহরের দক্ষিণে এই হামলা চালানো হয়েছে।

পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি এই হামলায় ৩৩ বেসামরিক লোক নিহত হয়েছে। এরা রাকা, আলেপ্পো ও হোমসের বাসিন্দা।’

তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তুপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, যে স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সেখানে প্রায় ৫০টি বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।

মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সাল থেকে সিরিয়া থেকে আইএস জঙ্গিদের উৎখাতে অভিযান চালিয়ে আসছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন জোট সিরিয়া ও ইরাকে হামলা চালিয়ে কমপক্ষে ২২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তবে পর্যবেক্ষক সংস্থা বলছে, নিহতের পরিমাণ আরও বেশি।

২০১১ সালে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত তিন লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন কয়েক মিলিয়ন মানুষ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031