এক ঘণ্টা শুধুই পৃথিবীর জন্য । দুনিয়া বিখ্যাত সব স্থাপনাসহ লাখো-কোটি মানুষের বাড়িঘরে শনিবার (২৫ মার্চ) রাত ৮:৩০ থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা বাতি জ্বলবে না।
বিশ্বের উন্নত শহরগুলোর মতো এবার প্রথম চট্টগ্রামেও আর্থ আওয়ার পালন করবে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা হয়েছিল আর্থ আওয়ারের।
আর্থ আওয়ার পালনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির অ্যাসিস্টেন্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) তাখরীন খান সিটিজিনিউজকে বলেন, প্রকৃতি রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বিশ্বের একশ’ কোটি মানুষের সঙ্গে চট্টগ্রাম যুক্ত হচ্ছে এবার। এক্ষেত্রে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ পথিকৃৎ। ওই রাতে এক ঘণ্টার জন্য আমাদের হোটেলের সব বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক সরঞ্জাম জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার করবো না। আমাদের কর্মীরা অতিথিদের আর্থ আওয়ারে অংশ নিতে উদ্বুদ্ধ করবেন। সচেতনতা সৃষ্টি করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি ও সরঞ্জাম ব্যবহার করা হবে না জানিয়ে তাখরীন খান বলেন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের (ডব্লিউডব্লিউএফ) আহ্বানে আমাদের এই উদ্যোগ।
সমর্থিত এক সূত্রে জানাগেছে, সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো স্থাপনাগুলোও তাদের মনোমুগ্ধকর আলোকসজ্জা নিভিয়ে রাখবে।
যুক্তরাজ্যে বাকিংহাম প্রাসাদ, হাউস অব পার্লামেন্ট, টাওয়ার ব্রিজসহ লন্ডন আই আলো কমিয়ে রাখবে এই কর্মসূচিকে সমর্থনের প্রকাশে। আর দেশটির প্রায় একে কোটি মানুষও আর্থ আওয়ার-এ অংশ নিতে নির্ধারিত এক ঘণ্টার জন্য নিভিয়ে রাখবেন বাড়িঘরের বাতি।
এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে ।
আর্থ আওয়ার প্রকল্পের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যান্ডি রাইডলির বরাত দিয়ে সূত্র জানায়,‘এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে রাখার প্রতীকী বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের জন্য বড় কাজ বিষটিকে এই ঘণ্টার পর সারা বছর ধরে চালু রাখা।’ ‘এই আন্দোলনকে সারা দুনিয়ায় আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া দরকার।’
