সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় চুড়ান্ত অভিযান শুরু করেছে । অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন ট্যোআইলাইট (গোধুলী বা প্রত্যুশ)। সকাল বেলায় অভিযান চালানোর কারণে এমন নাম দেয়া হয়েছে। আইএসপিআর এর পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ রাশিদুল হাসান মানবজমিনকে বলেন, এই অভিযান সম্পূর্ণভাবে সেনাবাহিনী পরিচালনা করছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে এ অভিযান শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। অভিযানের কারণে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া শিববাড়ি এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি জনসাধারণ ও সংবাদকর্মীদেরও ওই এলাকা থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
