বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলা মাত্র ৮২ সেকেন্ড স্থায়ী হয়েছিল । এর মধ্যেই হামলাকারী মাসুদ খালেদকে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বৃটিশ নিরাপত্তা রক্ষাকারীরা। তবে এক্ষেত্রে একা অভিযানে অংশ নিয়েছিল। এসব তথ্য প্রকাশ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। বিভিন্ন মিডিয়ায় এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ওয়েস্টমিনস্টার বাউন্ডারির ভিতরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। সে কি কারণে বা কি উদ্দেশে এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করে জানা যায় নি। ওয়েস্টমিনস্টারে ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। শনিবার রিপোর্টে বলা হয়েছে, খালিদ মাসুদ একা নয়। এ হামলায় তার সঙ্গে জড়িত রয়েছে আরও মানুষ। তাদেরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এমন এক সময়ে স্কটল্যান্ড ইয়ার্ড তাদের তদন্তের পর তাদের প্রাথমিক রিপোর্ট দিয়েছে। তদন্ত শেষে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী কমান্ড নিশ্চিত করেছে, বুধবার স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিট ৮ সেকেন্ডে হামলা শুরু করে খালিদ। প্রথমে সে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর তার গাড়িতে চাপা দেয় অনেক মানুষকে। তারপর সে ব্রিজ স্ট্রিটের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় সে ফুটপাতের ওপর উঠিয়ে দেয় গাড়ি। এক পর্যায়ে ২টা ৪০ মিনিট ৩৮ সেকেন্ডে তার গাড়ি গিয়ে ধাক্কা খায় প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সীমানা নির্ধারণী বেড়ায়। ২টা ৪০ মিনিট ৫৯ সেকেন্ডে প্রথমে মেট্রোপলিটন পুলিশকে জরুরি নম্বর ৯৯৯ থেকে কল করা হয়। তাদেরকে জানানো হয় ঘটনা। ততক্ষণে খালিদ মাসুদ তার গাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এক পুলিশ সদস্যকে কোপায়। সময় ২টা ৪১ মিনিট ৩০ সেকেন্ডে তাকে প্যালেস অব ওয়েস্টমিনস্টারের ভিতরের সশস্ত্র পুলিশ সদস্যরা গুলি করে হত্যা করে। মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী কমিশনার নিল বসু বলেছেন, আমাদের তদন্ত চলছে। এ ক্ষেত্রে জনগণ আমাদেরকে যে সমর্থন দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের কাছে আমরা আরও সহযোগিতা চাই। আপনারা যদি এই হামলার বিষয়ে খালিদ মাসুদকে চিনে থাকেন, গত কয়েক মাস, সপ্তাহ বা দিনের মধ্যে যদি তার সঙ্গে কথা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানান। আমরা এখনও বিশ্বাস করি, মাসুদ ওইদিন একাই হামলা চালিয়েছিল। আরও হামলা হওয়ার মতো কোনো তথ্য বা গোয়েন্দা সতর্কতা আমাদের কাছে নেই। ওদিকে আগের খবরে বলা হয়েছিল, এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
