গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের ১০৬তম স্নানোৎসব শেষ করে সাতক্ষীরার শ্যামনগরে যাওয়ার পথে খুলনার ডুমুরিয়ার নতুনরাস্তা নামক স্থানে বাস উল্টে খাদে পড়ে ৪ জন নিহত ও ৩০/৩৫ জন পুণ্যার্থী আহত হয়েছে। নিহতরা হলো-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের বিপ্লব সরদারের ছেলে লাল্টু সরদার (১৮), দেবদাশ ম-লের ছেলে কৃষ্ণ ম-ল (২০), চিত্ত সরদারের ছেলে রাজেশ সরদার (২১) ও তুষার মিস্ত্রির ছেলে গোলক মিস্ত্রি (২৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনদের ও আহতদের আত্মচিৎকারে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। বিকেলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের ১০৬তম স্নানোৎসব শেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী সংলগ্ন নতুন রাস্তায় পৌঁছালে (ঢাকা মেট্রো-জ-১১-০২০৪) বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পার্শ্ববর্তী খাদে পড়ে। এখানের খাদের পানি বাসের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থলে তিনজন মারা যায়। হাসপাতালে যাওয়ার পথে আরো একজন মারা যায়। এ সময় ৩০-৩৫ জন পুণ্যার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে তাপস সরদার (৪০), আরতি ম-ল (৩৫), গোপাল ম-ল (৪৬), সুজিত ম-ল (১৯), দিবাশিষ ম-ল (২৫), পিযুষ (৩৫), প্রকাশ ম-ল (২৯), পিন্টু সরদার (১৬), রবীন্দ্রনাথ বাওয়ালী (৪০), সাগরিকা ম-ল (১০), মনা রাণী ম-ল (৩৫), অরপিতা ব্ওায়ালী (১৯), দিপীকা বাওয়ালী (৪০), পশুবতি ম-ল (৪৫), কেয়া ম-ল (১৫), প্রভাষ মিস্ত্রি (৬০), যমুনা ম-ল (৪০), জয়দেব ম-ল (৫০), শ্রীমতি (৩৩), সুমন ম-ল (১৮) কে ডুমুরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
