এক মোটরসাইকেল আরোহী নগরীর কালুরঘাট ফায়ারসার্ভিসের সামনে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ।
নিহত আরোহীর নাম মোঃ মুন্না(২২)। সে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার মো. ইফসুফের ছেলে। নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফায়ার সার্ভিসের সামনে ট্রাকচাপায় মোহাম্মদ মুন্না (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক সড়কদুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম সিটিজিনিউজকে জানান, হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকায় থাকেন নিহত মুন্না। মোটর সাইকেলযোগে নগরীতে আসার পথে চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
