জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বিদেশগামী নারীদের জন্য ই-লার্নিং কনটেন্ট চালু করেছে। গতকাল রাজধানীর কাকরাইলের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ে ‘এ টু আই’ প্রকল্পের আওতায় ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল পদ্ধতিতে দক্ষ কর্মী গড়ে তোলার জন্য ই-লার্নিং ট্রেনিং পদ্ধতি চালু করা হচ্ছে। তিনি আরো জানান, ১৬২টি দেশে ১ কোটি ১১ লাখের বেশি বাংলাদেশী কর্মরত রয়েছেন। দেশ ও বিদেশ— সব জায়গা থেকেই ই-লার্নিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ নেয়া যাবে।

জানা গেছে, ই-লার্নিং কনটেন্টের মাধ্যমে স্বল্প খরচ ও সময়ে বিদেশগামী নারীকর্মীদের শ্রবণ-দর্শনভিত্তিক (ভিডিও-অডিও) প্রশিক্ষণ দেয়া হবে। সেলফোন ব্যবহার করে এ প্রশিক্ষণ নেয়া সম্ভব। প্রত্যন্ত এলাকার বিদেশগামী কর্মীরা মূলত স্বল্পশিক্ষিত। যথাসময়ে তারা উন্নত প্রশিক্ষণ ও সঠিক তথ্য পান না। এছাড়া বিদেশগামীরা অধিকাংশ সময় দালালের মাধ্যমে প্রতারণার শিকার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এজন্য সেলফোনের মাধ্যমে তাদের সার্বিক তথ্য ও প্রশিক্ষণ দেয়ার জন্য বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ই-লার্নিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। রেজিস্ট্রেশন ফ্রি ৬৭০ টাকা। হাতে কলমে ও মোবাইলের মাধ্যমে ওই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়া যাবে।

অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘যে দেশগুলোয় অধিক হারে কর্মী গমন করছে, সেখানে আমাদের ইউনিয়ন ডিজিটাল সার্ভিস সেন্টারের আদলে এটুআই প্রকল্পের মাধ্যমে ফরেন ডিজিটাল সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যক্রম, সাফল্য ও অগ্রগতি-সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সেলিম রেজা।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব আজহারুল হক, যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরী এবং মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031