৬০জন ব্রিটিশ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘বাংলাদেশ অতি অল্প সময়ে এগিয়ে গেছে’ বলে প্রশংসা করেছেন। দারিদ্রসীমা কমিয়ে আনা, আর্থ সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের উন্নীত হচ্ছে বলে তারা প্রশংসা করেন।

বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত ২৭শে মার্চ ওয়েস্ট মিনিস্টারের তেরেস প্যাভিলিয়নে ব্রিটিশ পার্লামেন্টারিয়ানরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরেন।

ব্রিটিশ এমপিদের ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

আলোচনায় লেবার পার্টির এমপি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী বলেন, আমাদের সবাইকে সন্ত্রাসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। এরা ধর্মীয় পরিচয় ব্যবহার করে নিজদের উদ্দেশ্য সাধন করে। তিনি সংসদে এবং সংসদের বাইরেও বিভিন্ন ও প্রতিনিধিত্বশীল জায়গায় বাংলাদেশিদের এগিয়ে আসার প্রশংসা করেন।

সভার প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিকখাতে যে উন্নয়ন করেছে, তাতে বাংলাদেশ দ্রুতই ২০২১সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তিনি আশা পোষণ করেন ব্রিটেন বাংলাদেশের অনেকদিনের বন্ধু। তারা এই উন্নয়নে সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় তিনি ওয়েস্ট মিনিস্টারের কাছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলারও নিন্দা করেন।

মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ এমপিরা যে সহযোগিতা করেছিলেন এবং বাংলাদেশের উন্নয়নের সংবাদ বন্ধুরাষ্ট্রের সাথে তুলে ধরতে এই আয়োজন করা হয়।

এ সময় লেবার পার্টির এমপি রুপা হক বলেন, এর আগে কোনও বাংলাদেশি অনুষ্ঠানে এত ব্রিটিশ এমপি দেখেননি। উপস্থিত তিন ব্রিটিশ বাঙ্গালি এমপি ছাড়াও উপস্থিত ছিলেন জিমফিতজ পাত্রিক, এনমেইন ও টমব্রেকসহ মোট ৫৩ জন্য এমপি বক্তব্য দেন।

এছাড়া বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সায়েদ সাজেদুর রহমান ফারুক বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওায়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সায়েদ সাজেদুর রহমান ফারুক।

স্বাধীনতা দিবসের সভায় উপস্থিত ছিলেন ইউরোপ, যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031