মুহুর্তে ঘাতক সৌদিয়া পরিবহনের একটি বাস শিশুটিকে ধাক্কা দিলে শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মায়ের সাথে দাড়িঁয়েছিল সাত বছরের শিশু সিহাব মনি । মর্মান্তিকর এই সড়কদুর্ঘটনাটি শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৪টার দিকে ইউনিয়নের ওয়াহেদর পাড়া হেফজখানা সংলগ্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।
ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
শিশু সিহাব মনি পার্শ্ববর্তী ইউনিয়ন ঈদগাঁওর চান্দেরঘোনা এলাকার শামসুল আলমের মেয়ে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিটিজিনিউজকে জানান, বোনের বাসা থেকে বাড়ি ফেরার জন্য মহাসড়কের এক পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল শিশু সিহাব মনি। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
