কোটি কোটি ডলারের সম্পদ হোয়াইট হাউজের স্টাফদের আর্থিক তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় সেখানকার সিনিয়র স্টাফদের রয়েছে । এর মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ও তার স্বামী জারেড কুশনারেরই রয়েছে ২৪ কোটি থেকে ৭৪ কোটি ডলারের সম্পদ। এর মধ্যে রয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের অংশীদারিত্ব। সেখান থেকে গত বছরে ইভানকার আয় ছিল ১০ লাখ থেকে ৫০ লাখ ডলার। শুক্রবার দিনশেষে এসব আর্থিক ডকুমেন্ট প্রকাশ করা হয। তাতে দেখা হোয়াইট হাউজের অন্য বড় বড় পদে থাকা ব্যক্তিদের বেতনভাতা সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়। হোয়াইট হাউজে যারা স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন তাদের আর্থিক অবস্থা প্রকাশ করা বিধিবদ্ধ একটি নিয়ম। এতে দেখা সরকারের পক্ষে কাজ শুরুর সময়ে কর্মকর্তাদের আয় ও সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়। হোয়াইট হাউজে কর্মরতদের ডকুমেন্ট প্রকাশ করা হলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সম্পদের পরিমাণ এতে প্রকাশ করা হয় নি। এসব তথ্য যুক্তরাষ্ট্রের মিডিয়ায় প্রকাশিত হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ইভানকা ট্রাম্পের ব্যবসায় রয়েছে ৫ কোটিরও বেশি ডলারের। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে তার শেয়ার রয়েছে ৫০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ডলারের। তার স্বামী জারেড কুশনারের সম্পদের বিবরণী ৫৪ পৃষ্ঠার। তাতে বলা হয়েছে তিনি ২৬৭টি সংগঠনের সঙ্গে জড়িত। গত বছর রিয়েল এস্টেট ব্যবসা ও অন্যান্য খাত থেকে তিনি উপার্জন করেছেন কয়েক লাখ ডলার। হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা স্টিভ ব্যাননের রয়েছে ৩৩ লাখ থেকে এক কোটি ২৬ লাখ ডলারের সম্পদ। এর মধ্যে রক্ষণশীল মিডিয়া ব্রেইতবার্ত তাকে পরামর্শক হিসেবে দিয়েছে এক লাখ ৯১ হাজার ডলার। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান কৌশলী ও যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে ভূমিকা রাখায় তাকে দেয়া হয়েছিল দুই লাখ ৬০ হাজার ডলার। তার রয়েছে বেশ কিছু রিয়েল এস্টেট ব্যবসায়। ট্রাম্পের প্রচারণা টিমের প্রধান থেকে উপদেষ্টায় পরিণত হওয়া কেলিয়ানি কনওয়ে আয় করেছেন ৮ লাখেরও বেশি ডলার। এর বেশির ভাগই কনসালটিং সার্ভিস থেকে এসেছে। হোয়াইট হাউজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের প্রধান ও গোল্ডম্যান স্যাশের প্রেসিডেন্ট গ্যারি কোন-এর রয়েছে কমপক্ষে ২৩ কোটি ডলারের সম্পদ। এসব তথ্য প্রকাশ করার আগে হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, এ সব তথ্য সংশ্লিষ্টদের এখনকার অবস্থা নয়। তারা যখন হোয়াইট হাউজে দায়িত্বে এসেছিলেন তখনকার চিত্র।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
