১১ দিনের মাথায় ফের বরখাস্ত করা হয়েছে কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছকে মেয়র পদে দায়িত্ব নেয়ার। রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছেছে। সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মো. সফিউল আলম। তিনি বলেন, সুনামগঞ্জের একটি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। মেয়র জিকে গউছ বলেন, আইনী প্রক্রিয়ায় জামিনে এসে দায়িত্ব নিয়েছি। আবারো আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে যাব। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে আদালতে সু-বিচার প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেয়া সর্বশেষ সম্পুরক অভিযোগপত্রে মেয়র জি কে গউছকে আসামি করা হয়। একই বছর ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর ২৩ মার্চ মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন। ওদিকে, সুনামগঞ্জের সাবেক এমপি প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায়ও তিনি আসামিভূক্ত হন। ওই মামলায় অভিযোগপত্রে আদালতে গৃহীত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031