শুল্ক গোয়েন্দারা শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর গুলশান-২-এর একটি বাড়ি থেকে এক ব্যবসায়ীর বিএমডব্লিউ ৫২৫-আই সিরিজের একটি গাড়ি জব্দ করেছেন। শুল্ক ফাঁকি দেওয়া নীল রঙের গাড়িটি একজন নারী ব্যবসায়ী ব্যবহার করতেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই বাড়িতে শুল্ক গোয়েন্দারা গত ৩০ মার্চ বিকাল ৫টায় অভিযান চালান। এই সময় গাড়ির মালিক শুল্ক গোয়েন্দা দলকে অসহযোগিতা করেন। ব্যবহারকারী ওই গাড়িটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখেন এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। দীর্ঘ নাটকীয়তা শেষে ওই দিন রাত ১০টায় গাড়িটি শুল্ক গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়।

পরে বিআরটিএ-তে যোগাযোগ করে ও তথ্য যাচাই করে শুল্ক ফাঁকির প্রাথমিক আলামত পাওয়ায় আজ (সোমবার) গাড়িটি শুল্ক আইন অনুসারে জব্দ দেখানো হয়েছে।

গাড়িটি ভুয়া দলিলের মাধ্যমে (ঢাকা-গ ২১-০৮৭৫ নম্বর) ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল। BMW Brand-এর এই গাড়িটির চেসিস নং WBADT 33492GF42555, Engine no: 611435922555, 2000 cc, Color:Blue. এটি রূপরেখা নামের একটি প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করা হয়৷

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাড়িটি ‘হাউস-১৪, রোড ৪৮, গুলশান-২, ঢাকা’ ঠিকানায় নিবন্ধন করা হলেও এটি মিসেস রুখসানা আমিরের বাসা (রোড-১৩৭,বাড়ি-০৭, গুলশান-২) থেকে আটক করা হয়৷ বিআরটিএতে তথ্য যাচাই করলে তারা জানায়, ঢাকা মেট্রো গ-২১-০৮৭৫ নম্বরযুক্ত কোনও মোটরযানের রেজিস্ট্রেশন বিআরটিএ কার্যালয় থেকে দেওয়া হয়নি। শুল্ক গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, গাড়িটি কারনেট-ডি-প্যাসেজ সুবিধায় শুল্কমুক্তভাবে বাংলাদেশে আনা হয়েছে। পরে একটি জালিয়াতচক্রের মাধ্যমে মিসেস রূখসানা আমির এর মালিক হন৷

একই চক্রের মাধ্যমে আরও গাড়ি ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে চলছে, যা খুঁজে বেড়াচ্ছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ৷ এরই মধ্যে অর্ধশতাধিক গাড়ি গোয়েন্দা নজরদারিতে জব্দ হয়েছে।

শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031