এক নসিমন চালক নিহত হয়েছেন বাঁশখালী থানার চাম্বল বাজারের দক্ষিণ পাশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. কামাল (২৮) নামের ।
সোমবার (০৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাম্বল বাজারের দক্ষিণ পাশ দিয়ে একটি নসিমন আসছিল। এ সময় বাজার থেকে একটি ট্রাক ওই পথে যাচ্ছিল। পথিমধ্যে দুটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নসিমন চালক মর্মান্তিকভাবে নিহত হন। তার এক সহযোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে নিহত নসিমন চালকের বাড়ি সাতকানিয়ায়।
