এবারের বিতর্কে মোট ছয়টি গ্রুপের এমপিরা যৌথভাবে অংশ নেবেন। আজ বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক বিতর্ক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, আইনের শাসন, রানা প্লাজা ও গার্মেন্টস সংস্কার, বিনা বিচারে আটক, গুম, খুন, জঙ্গিবাদ ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হবে।
এছাড়া বিগত বছরে ইউরোপীয় পার্লামেন্টের রেজ্যুলুশনে অবস্থান, আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, সকল দল মত নিয়ে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এর বিষয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৬টি গ্রুপের আনীত যৌথ মোশনে ১৪টি ক্যাটাগরিতে বিতর্ক অনুষ্ঠিত হবে। মোশনে আনীত ১৪টি ক্যাটাগরির প্রতিটি অনুচ্ছেদে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে ইইউ পার্লামেন্ট যথেষ্ট ওয়াকিবহাল হয়েই এই বিতর্ক করতে যাচ্ছে । যদিও অর্থনৈতিক, যোগাযোগ এবং প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করলেও আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর কাছে অর্থনীতি স্থিতিশীল থাকা ও প্রবৃদ্ধি সাতের ঘরে পৌছার রেকর্ড থাকলেও আনীত রেজ্যুলুশনের একটিতেও এসবের কোন উল্লেখ নেই।
এখন দেখার বিষয় আজ ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশ নিয়ে বিতর্ক করে কি রেজুলেশন পাশ করে ।
