একটি ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে সুইডেনের রাজধানী স্টকহোমের। দেশটির প্রধানমন্ত্রী এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন।  খবর আরটি নিউজ ও প্রেস টিভির।

স্থানীয় সময় শুক্রবার দুপুর তিন্টার দিকে স্টকহোমের ড্রনিংয়েটেন (কুইন স্ট্রিট)-এর  একটি ডিপার্টমেন্টাল স্টোরে একটি ট্রাক তুলে দিলে এ ঘটনা ঘটে।

সুইডেনের গোয়েন্দা সংস্থা জানায়, এই হামলায় ‘ব্যাপক সংখ্যক মানুষ’ আহত হয়েছেন। স্টকহোমের প্রধান রাস্তায় এই ঘটনা ঘটেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন বলেছেন, সবকিছু ইঙ্গিত দিচ্ছে পথচারীদের ওপর ট্রাক তুলে দেয়া একটি ‘সন্ত্রাসী হামলা’।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান।

বিবিসি জানায়, পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক সিসিটিভি ফুটেজে ধরা পড়া এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। হামলায় ব্যবহৃত ট্রাকটি গত শুক্রবার ছিনতাই করা হয়েছিল।

সুইডিশ সংবাদ সংস্থা টিটি জানায়, অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলায় বিধ্বস্ত ডিপার্টমেন্ট স্টোরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

সিভরিয়ে রেডিও’র এক প্রতিবেদক জানান, তিনি দেখেছেন কমপক্ষে তিনজন মারা গেছেন। পাবলিক সার্ভিস রেডিও একত তিনজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।

দিমিত্রিস নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি দুজন ব্যক্তির ওপর দিয়ে ট্রাকটিকে চলে যেতে দেখেছেন।

সংবাদ সংস্থা টিটি জানায়, পুলিশ স্টকহোম সিটি সেন্টার এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। শহরের সব ধরনের পাতাল রেল সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের প্রধান রেলস্টেশন খালি করে দেয়া হয়েছে।

এনা নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, আমি শত শত মানুষকে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দেখেছি।

হামলায় বিধ্বস্ত আলেন্স ডিপার্টমেন্টাল স্টোরের এক কর্মী জানান, দোকানের সুগন্ধি বিভাগে ট্রাকটি ঢুকে পড়ে। দোকানের সতর্ক অ্যালার্ম বন্ধ ছিল। সবাইকে ভবন থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য বলা হয়।

ফেসবুকে স্টকহোমের নাগরিকদের জন্য সেফটি চেক সক্রিয় করেছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031