বাংলাদেশের জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে । কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আবির। শুক্রবার দুপুরে ফেসবুকে তার সঙ্গে তোলা এক ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন জয়া। আসছে ১৪ই এপ্রিল মুক্তি উপলক্ষে ‘বিসর্জন’ নায়িকা এখন কলকাতায় অবস্থান করছেন। ফেসবুকের ওই পোস্টে জয়া লিখেছেন, বিসর্জন জিতে নিলো শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার, ভারত সরকার। আমরা খুশি। আমরা আনন্দিত। তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। ৬৪তম এ আসরে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অক্ষয় কুমার৷ ‘রুস্তম’ ছবির জন্য এ সম্মান পেলেন ‘খিলাড়ি’ নায়ক। এদিকে সেরা হিন্দি ছবির খেতাব গেল সোনম কাপুরের ‘নীরজা’র ঝুলিতে৷ স্পেশাল মেনশন পেলেন সোনম কাপুরও। ছোটদের সেরা সিনেমা হিসেবে খেতাব জিতল নাগেশ কুকুনুরের ‘ধনক’।  বাংলার ঝুলিতে এসেছে আরো এক পুরস্কার৷ এবার পালা অনিরুদ্ধ চৌধুরীর৷ সামাজিক বিষয় তুলে ধরে তার ‘পিঙ্ক’ ছবি পেল বিশেষ সম্মান। এছাড়া এবারে আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সুরভী। ‘মিন্নামিনাঙ্গু’ ছবির জন্য তিনি এ সম্মান পেয়েছেন। পাশাপাশি সেরা সহ-অভিনেত্রী হিসেবে জায়রা ওয়াসিম (দঙ্গল), সেরা স্পেশাল এফেক্ট ‘শিবা’ (পরিচালনা অজয় দেবগণ), সেরা নেপথ্য গায়িকা ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাস, প্রাক্তন), সেরা গীতিকার অনুপম রায়, সেরা সংগীত পরিচালক বাবু পদ্মনাভ পুরস্কার জিতেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031