শনিবার ভারতের হায়দ্রাবাদ হাউজে দুই পক্ষের বৈঠক শেষে ওই ভবনেরই বলরুমে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ সময় দুই প্রধানমন্ত্রী কিছুটা ‍ওপরে থাকা মঞ্চে দাঁড়িয়েছিলেন। চু্ক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর উপস্থাপক দুই প্রধানমন্ত্রীকে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু এ সময় তিনি শব্দ ব্যবহার করেন ‘স্টেপ ডাউন’। এ নিয়েই কিছুক্ষণ চলে হাসাহাসি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই ও দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক ঘোষণা নিয়ে হাস্যরস হয়ে গেলো। দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নিচে আসতে একটি শব্দের ব্যবহার নিয়ে এই হাসাহাসি হয়।

এই পর্যায়ে উপস্থাপক ইংরেজিতে দুই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নিচে নেমে এসে আরও কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে।

উপস্থাপনের আহ্বানটা ছিল এ রকম-‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার টু স্টেপ ডাউন’। তিনি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে নিচে নেমে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু ইংরেজিতে পদত্যাগ বোঝাতে এই ‘স্টেপ ডাউন’ কথাটি ব্যবহার করা হয়। বিশেষ করে সরকারের পদত্যাগে এই শব্দের বহুল ব্যবহার হয়।

উপস্থাপকের মুখে এই কথা শুনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি-দুইজনই মুচকি হাসেন। আর সেখানে উপস্থিত দুই দেশের মন্ত্রিসভার এবং আমলাদের মধ্যেও হাসাহাসির শব্দ শোনা যায় টেলিভিশনেই।

পরে মঞ্চ থেকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি নিচে নেমে আসেন। তারা দুইজনে মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের উদ্বোধন করেন। পাশাপাশি বাংলাদেশের খুলনা থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন এবং বিরল থেকে রাধিকাপুর পর্যন্ত পণ্যবাহী ট্রেন এবং একটি নতুন বাস রুটের উদ্বোধন করেন।

এরপর দুই প্রধানমন্ত্রী আবার মঞ্চে ফিরে গিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031