ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিমানবন্দর এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপারের কারণে ৯৪ জনকে জরিমানা করেছে ।

আজ রবিবার বেলা ১১টার দিকে ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত বসে। এ সময় ৯৪ জনের কাছ থেকে চার হাজার ৭০০ টাকা জরিমানা আদায়  করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে পথচারীদের পারাপারের জন্য স্বয়ংক্রিয় সিঁড়িসহ (এস্কেলেটর) ফুটওভার ব্রিজ রয়েছে। তার পরও বহু পথচারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই ব্যস্ততম মোড়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়।

জনগণকে ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন ও উদ্বুদ্ধ করতে সোমবার ট্রাফিক উত্তর বিভাগের বিমানবন্দর জোনের গোল চত্বর ক্রসিংয়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়ও তখন উপস্থিত ছিলেন।

প্রবীর কুমার রায় বলেন, ‘ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।’

বিমানবন্দর গোলচত্বরের ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জিন্নাত আলী মোল্লা, জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট) ফাতেমা ইসলাম।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031