চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) সৈয়দা সারোয়ার জাহান ধূমপান বন্ধে মোবাইল কোর্টের বিকল্প নেই উল্লেখ করে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এবং বিধিমালা ২০১৫ এর যথাযথ বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে বিভিন্ন সার্কুলার জারী করা হবে জানিয়েছেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে, সমাজ উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে ও ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডসের সহযোগিতায় রোববার (৯ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে ”চট্টগ্রাম বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত)।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আলাউদ্দিন মজুমদার, পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ, মো: জিল্লুর রহমান, সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রায়হানা আকতার উথি, সহকারি পরিচালক, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগ, মোঃ আশেকে রসুল চৌধুরী, উপসচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এম. নাসিরুল হক, সহযোগী সম্পাদক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, ফারজানা পারভিন, কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আনোয়ারুল হালিম, চট্টগ্রাম বিভাগের সাবেক ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারি কমিশনার, (রাজস্ব), বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম বিভাগ।

সভায় সকল প্রতিষ্ঠান ধূমপানমুক্ত রাখা এবং সতর্কতামূলক নোটিশ প্রদর্শন করা, পাবলিক পরিবহনকে ধূমপানমুক্ত রাখতে মোবাইল কোর্ট এবং লাইসেন্সে ধূমপানমুক্ত বিষয়টি অর্šÍভুক্ত করা, আইন ও বিধি দ্বারা নির্ধারিত কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্তৃক নিয়মিত আইন বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করাসহ প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নাছিম বানু, টিম লিডার, স্মোক ফ্রি প্রজেক্ট ইপসা-এর সঞ্চালনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মো: ওমর শাহেদ, স্মোক ফ্রি প্রজেক্ট, ইপসা। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণসহ সাংবাদিক আলমগীর সবুজ, আবু মোঃ মোশাররফ রাসেল, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ কামরুল হুদা, সৈয়দ মোঃ সাফি-উল হাকিম, ইপসার কর্মকর্তা মোঃ দিদারুল আলম ও ধূমপানমুক্ত প্রজন্মের ভলান্টিয়ার মো: নওশাদ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031