বিজিবি ৪টি স্বর্ণের বারসহ ১জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পরণের স্যান্ডেলে লুকিয়ে অভিনব পন্থায় পাচারকালে । উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৬৪ গ্রাম। যার মুল্য ২২ লক্ষ ৭৭ হাজার ৯১৬ টাকা। মিয়ানমারের স্বর্ণসহ আটক স্বর্ণ পাচারকারী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূরজ্জামানের পুত্র মোঃ শামসু আলম (২১)। সেই সাথে নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বার টেকনাফ শুল্ক অফিসে জমা করা হয়েছে। অবৈধভাবে মায়ামনার হতে স্বর্ণের বার পাচার করে বাংলাদেশে আনয়নের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান ‘৯ এপ্রিল ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে কর্তব্যরত ছিল। সকাল ১০.২০ টায় টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে আসলে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন একজন যাত্রীর তাৎক্ষণিক আচরণ সন্দেহ হলে পুংখানুপুংখভাবে তার শরীর তল্লাশী করে তার পরিহিত স্যান্ডেল এর ভিতর অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৪টি মায়ানমারের স্বর্ণের বার (ওজন ৬৬৪ গ্রাম) পাওয়া যায়। ধৃত আসামী হচ্ছে মোঃ শামসু আলম (২১), পিতা- মৃত নূরজ্জামান, গ্রাম-কাঞ্জরপাড়া, ডাকঘর- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। উদ্ধারকৃত স্বর্ণের বার টেকনাফ শুল্ক অফিসে জমা করা হয়েছে। অবৈধভাবে মায়ামনার হতে স্বর্ণের বার পাচার করে বাংলাদেশে আনয়নের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।
সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান ‘৯ এপ্রিল ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে কর্তব্যরত ছিল। সকাল ১০.২০ টায় টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে আসলে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন একজন যাত্রীর তাৎক্ষণিক আচরণ সন্দেহ হলে পুংখানুপুংখভাবে তার শরীর তল্লাশী করে তার পরিহিত স্যান্ডেল এর ভিতর অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৪টি মায়ানমারের স্বর্ণের বার (ওজন ৬৬৪ গ্রাম) পাওয়া যায়। ধৃত আসামী হচ্ছে মোঃ শামসু আলম (২১), পিতা- মৃত নূরজ্জামান, গ্রাম-কাঞ্জরপাড়া, ডাকঘর- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। উদ্ধারকৃত স্বর্ণের বার টেকনাফ শুল্ক অফিসে জমা করা হয়েছে। অবৈধভাবে মায়ামনার হতে স্বর্ণের বার পাচার করে বাংলাদেশে আনয়নের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।
