বাস চাপায় সিএনজি চালিত অটোরিক্সার তিন যাত্রীসহ অপর এক দুর্ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জ সদরে । এর মধ্যে একই পরিবারের ২ সহোদর রয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের মাহাম উদ্দিনের ছেলে আল আমিন এবং একই গ্রামের হবিবর রহমানের ২ ছেলে বেলাল হোসেন ও আব্দুস সোবহান। সদর থানার উপ-পরিদর্শক জয়দেব কুমার জানান, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি বাস ঘটনাস্থলে পৌছে অটোরিক্সাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে কামারখন্দ উপজেলার আল-আমিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং অটোরিক্সার ২ যাত্রী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় আহত ২জনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, দূর্ঘটনায় নিহত ৩ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
অন্যদিকে জেলার উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌসিক আহম্মেদ জানান, নাটোরের লালন সিংড়া এলাকার প্রভাষক শংকর কুমার পাল স্ত্রী ও কন্যাকে নিয়ে মটরসাইকেলযোগে শাহজাদপুরে যাচ্ছিলেন। সকাল সোয়া ৯টার দিকে তিনি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওরগাছা এলাকায় পৌছলে পিছন থেকে একটি মটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী রিনা রানী ও শিশু কন্যা তুলি’র মৃত্য হয়। এ ঘটনায় শুরুতর আহত শংকর কুমার পালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শংকর কুমার পাল শাহজাদপুর উপজেলা সাতবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক এবং তার স্ত্রী চায়না রানী পাল একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়া জংলা কমিউনিটি ক্লিনিকে সিএইচসিটি পদে চাকুরী করতেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
