নগরীর বাকলিয়া রাজাখালী এলাকায় বাস-হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষে এয়াকুব আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কাজল আহমেদ (২০), শাহীন (২৮), আনোয়ার হোসেন (৩০), কালু আহমেদ (৪০) ও আজিজুল হক (২২)।বাকীদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, বাকলিয়ার রাজাখালী এলাকায় নগরীমুখী একটি বাস ও শাহ আমানত ব্রিজগামী একটি মাহিন্দ্রা হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে ।
ঘটনার পর বাস ও হিউম্যান হলার থানা হেফাজতে রয়েছে বলে বাকলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।
