পুলিশ চার যুবককে আটক করেছে ।ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানে প্রবেশের সময় বখাটের হামলায় ১ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ডিসি হিলে প্রবেশের সময় কয়েকজন উশৃঙ্খল যুবক নির্দিষ্ট প্রবেশ পথে না ঢুকে অন্যপথে প্রবেশের চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে এক পুলিশ সদস্য আহত হয়।
আহত কিরণ আহমেদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আদালতের কোর্ট পরিদর্শক হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি পলাশ কান্তি নাথ বলেন, ডিসি হিলে মুল গেইট দিয়ে অনুষ্ঠান মঞ্চে প্রবেশের নির্ধারিত পথে না গিয়ে কয়েকজন যুবক জোর করে অন্যপথ দিয়ে ঢুকতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিছন থেকে তারা ঢিল ছোড়ে। এতে পুলিশের কোর্ট পরিদর্শক কিরণ আহমদের মাথা ফেটে যায়।
