পুলিশ সাভারের আশুলিয়ার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম ডেন্ডাবর গোছারারটেক এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঐ নারীর পরনে লাল শাড়ি ছিল।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ভোরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় জঙ্গলে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইবনে ফরহাদ ঢাকাটাইমসকে বলেন, ‘স্থানীয়দের খবরে আমরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’
তিনি আর ও জানান, ‘ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যার পর জঙ্গলে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
