পুলিশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সোয়া ১২টার দিকে তাকে গাড়িতে করে পল্টন থানায় নিয়ে যায় ।

আটক বিএনপি কর্মীর নাম মঈন। তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ভাগিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ঢাকা মহানগর কমিটি ঘোষণার পর আজ সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ে। এ সময় টহলরত পুলিশ মঈনকে গাড়িতে তুলে নিয়ে যায়।

এক কর্মীকে আটকের ঘটনায় নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কার্যালয়ের ভেতরে এর প্রতিবাদে বিক্ষোভও করেছেন নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গতকাল গভীর রাতে ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে আংশিক কমিটি অনুমোদন দেন চেয়ারপারসন খালেদা জিয়া। হাবিব উন নবী খান সোহেলকে দক্ষিণে এবং আবদুল কাইয়ুমকে উত্তরের সভাপতি করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728