নগরীর পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় বুধবার বিকাল ৫টার দিকেএকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাকে চাপা দিলে রিক্সা চালক কবির (৩৫) হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিক্সাযাত্রী শাহাবুদ্দিন (৪২) গুরুত্বর আহত হয়েছেন।আহত শাহবুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ থবর নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার দিকে একটি ট্রাক শোলকবহর থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সাকে চাপা দিলে রিক্সাচালকসহ ২ জন আহত হয়। তাদের হাসপাতালে আসার পর চালক কবির হোসেনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
