বাস ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলে । আজ সকাল ৬টায় নান্দাইল উপজেলার কানারামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নান্দাইল বিলবাগেরা গ্রামের বাসিন্দা শাতিল (২৮) ও শাকিব (১৩)।
তারা উভয়েই সিএজি অটোরিকসার যাত্রী ছিলেন।
নান্দাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, নিহতরা অটোরিকসায় করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। এ সময় বিপরীত দিক থেকে একটি বাস এসে সিএনজিকে আঘাত করলে ঘটনাস্থালেই ২ জনের মৃত্যু হয়।
তিনি বলেন, বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাসটিকে আটক এবং লাশ দু’টি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031