এক পথচারীর মৃত্যু হয়েছে চট্টগ্রামের ভাটিয়ারিতে তেলের লরির চাপায় । নিহত বাবুল দাশ (৫৫) ভাটিয়ারি দাশ পাড়ায় থাকতেন। তার বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান বলেন, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী যমুনা ওয়েলের একটি লরির চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি বাবুলকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা সালেহ জানান।
