এক শিশু নিহত হয়েছে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় বেপরোয়া কারের ধাক্কায় স্বর্ণা বালা (৯) নামে ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিকর সড়কদুর্ঘনাটি ঘটে।স্বর্ণা বালা পূর্বমাদারবাড়ী সাউথইস্ট ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
সে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার আলী সওদাগর বাড়ির পলাশ বালার মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলালাল চাকমা স্থানীয়দের বরাতদিয়ে বলেন, মাঝির ঘাট সেকান্দর সাহেবের বাড়ির সামনে সড়কে প্রাইভেট কারের ধাক্কায় গুরুত্ব আহত স্বর্ণা বালাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানায় ঘাতক কারটিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
