বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহকারীর মৃত্যু হয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় , এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

দেবহাটা থানার ওসি মামুন-উর-রশীদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সখীপুরের ডেল্টা মোড়ে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগার আলী (৩০) উপজেলার তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস ডেল্টামোড়ে মোটরসাইকেল সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পাশের গাছে লাগলে ঘটনাস্থলেই আজগারের মৃত্যু হয়।

আহতদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মামুন-উর-রশীদ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031