সড়ক দুর্ঘটনায় ঘটক ও পাত্র নিহত হয়েছেন কনে দেখতে যাওয়ার পথে ঝিনাইদহে । আহত হয়েছেন আরও চারজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কোটচাঁদপুর ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে পঙ্কজ হালদারকে  বিয়ে দেওয়ার জন্য কনে দেখতে দর্শনার কাছে নিহালপুর গ্রামে যাওয়ার কথা ছিল। নির্ধারিত দিন সোমবার বিকালে পঙ্কজ ও তার মামা কোটচাঁদপুর দুধসরা গ্রামের সঞ্জয় হালদার, নিকটাত্মীয় সজীব হালদার এবং ঘটক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিঙ্গিয়া গ্রামের নিমাই হালদার দুধসরা মোড় থেকে দর্শনা নিহালপুরের উদ্দেশে রওনা দেন।

কোটচাঁদপুর ফায়ার স্টেশন পার হতে না হতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী আলমসাধুটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই ঘটক নিমাই হালদার মারা যান। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব পাত্র পঙ্কজকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ১০ মিনিটে পাত্র পঙ্কজ মারা যান। সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা বিপ্লব কুমার সাহা বলেন, ‘ঘটকের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031