আইপিএল  থেকে ছিটকে গেল দিল্লি ডেয়ারডেভিলস ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১৪৬ রানে হেরে ৷  শনিবার রাতে ২১২ রান তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় ডেয়ারডেভিলস৷সেই সঙ্গে আইপিএল-এর ১০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড করল দিল্লি৷ এর আগে ১৪৪ রানে লজ্জার হারের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ গত বছর গুজরাত লায়ন্সের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়েছিল আরসিবি৷এবার তাদেরকেও ছাপিয়ে গেল দিল্লি ডেয়ারডেভিলস৷

দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানের বিরাট স্কোর দাঁড় করে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩৫ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড। ৪৩ বলে ৬৬ করেন লেন্ডল সিমন্স।

জবাবে ল্যাসিথ মালিঙ্গা, হরভজন সিং ও করণ শর্মার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৬ রান গুটিয়ে যায় দিল্লি ডেয়ারডেভিলস। সর্বোচ্চ ২১ রান আসে করুন নায়ারের ব্যাট থেকে।

মুম্বাইয়ের পক্ষ থেকে মালিঙ্গা  মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন।  তিনটি করে উইকেট নেন হরভজন ও করন শর্মা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728