সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটৈ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শীতলপুরে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় প্রথমে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যান। পরে ঢাকামুখী আরেকটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সালেহ আহমদ পাঠান সিটিজিনিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে খোজখবর নেওয়া হচ্ছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। ।
