তিন তালাকের শুরু হয়েছে ভারতে পাঁচ পৃথক ধর্মের বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। বৃহষ্পতিবার থেকে শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বেই হচ্ছে এই মামলার শুনানি। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এবং পার্সি – এই পাঁচ সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব রয়েছে তিন তালাক মামলার জন্য গঠিত বেঞ্চে। গোটা দেশের দৃষ্টি এই মামলার শুনানির দিকে। মামলাটির সংবেদনশীলতার কথা মাথায় রেখেই পাঁচটি সম্প্রদায় থেকে এক জন করে প্রতিনিধিকে নিয়ে সুপ্রিম কোর্ট বেঞ্চ গঠন করেছে। তিন তালাক প্রথা নিয়ে রায়ে যাতে ধর্মীয় পক্ষপাতিত্বের অভিযোগ যাতে তোলা না যায়, সে কথা নিশ্চিত করতেই এই রকম বেঞ্চ গঠিত হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত। তিন তালাক মামলায় সর্বোচ্চ আদালতের পরামর্শদাতা হিসেবে এক সপ্তাহ আগেই নিয়োগ করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রখ্যাত আইনজীবী সলমন খুরশিদকে। তাঁর পরামর্শেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তিন তালাক, হালাল নিকাহ ও বহুবিবাহ প্রথার অবলুপ্তি চেয়ে মুসলিম মহিলাদের সংগঠনও আদালতের দ্বারস্থ হয়েছে। আবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রথার পক্ষে জোর সওয়াল করছে। ভারত সরকার অবশ্য এই সব বিলুপ্তির পক্ষে। তবে এই বিষয়ে রয়েছে বহু তর্ক-বিতর্কও। ভারতের উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি বলেছেন, তিন তালাক বা সমজাতীয় কিছুই লেখা নেই পবিত্র কোরানে। ভারতে সমগ্র বিষয়টি নিয়ে অযথা জল ঘোলা হচ্ছে। তিন তালাক নিয়ে ভারতীয় মহিলাদের ভুল পথে পরিচালনা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন সালমা আনসারি। তাঁর কথায়, তিন তালাক নিয়ে কোরানে কিছুই লেখা নেই। অযথা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। যে সকল মহিলারা তিন তালাক নিয়ে কথা বলছেন তাঁরা কেউ কখনও কোরান পড়েই দেখেনি। একইসঙ্গে তিনি আরও বলেছেন, অনেকে আরবি ভাষায় কোরান পড়েন। সঠিক অনুবাদ তাঁরা জানতে পারেন না। মৌলানা সাহেবরা যা বলেন সেটিকেই চূড়ান্ত মনে করা হয়। একবার সাহস করে মহিলারা কোরান পড়লেই সব ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
