সামসুল আরেফিনের জায়গায় স্থলাভিসিক্ত হয়েছেন মো. জিল্লুর রহমান চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসক ।
চট্টগ্রাম সার্কিট হাউসে শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টারদিকে সাবেক ও বর্তমান দুই জেলা প্রশাসক পরস্পরের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় জেলা পুলিশের নূরে আলম মিনাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ২ মে ২৪ জেলায় জেলা প্রশাসকের রদবদলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এর আগে লক্ষীপুরের জেলা প্রশাসক ছিলেন।
অপরদিকে বিদায়ী জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন তার নতুন কর্মস্থল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক হিসেবে যোগ দিবেন।
ইতোমধ্যে নতুন জেলা প্রশাসক হিসেবে মো. জিল্লুর রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার (১৩ মে) তার দাপ্তরিক কাজ শরু করেন।
