ভারতেপাচার হওয়া এক মেয়েকে উদ্ধার করেছে ফরিদপুর র্যাব-৮এর একটি দল। এসময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানবপাচারচক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়।
ফরিদপুর র্যাব-৮এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, গত ২৮ এপ্রিল ফরিদপুরের নগরকান্দা থেকে পাচার হওয়া এক মেয়েকে ১৩ ভোর ৬টার দিকে যশোরের বেনাপোল বর্ডার এলাকা হতে উদ্ধার করা হয়।
তিনি জানান, এর আগে গোপন সংবাদে মেয়েটির স্বামী মো. রইচ মন্ডলকে ফরিদপুর থেকে আটক করা হয়। এরপর তার কথামতো অভিযান পরিচালনা করে এ ঘটনার সাথে জড়িত পাচারচক্রের অপর দুই সদস্যকে শনিবার যশোরের বেনাপোল এলাকা থেকে আটক করা হয়। এরা হলেন- পাচারচক্রের মূলহোতা কালিপদ দাস ও সহযোগী বাবু সোনা।
পরে তাদের কথামত, একই এলাকা হতে ভারতে পাচার হওয়া মেয়েটিকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা থানায় ভিকটিমের মা একটি মানবপাচার মামলা করেছেন।
