দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, বিএনপি চিন্তা ও কাজের ক্ষেত্রে যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তার বড় প্রমাণ ‘ভিশন ২০৩০’। বিএনপি ঘোষিত ‘ভিশন ২০৩০‘ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ন্যাশনাল রিজিওনাল স্টাডিজ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। ‘ভিশন ২০৩০’ উপস্থাপন অনুষ্ঠান শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া দেয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা বলছেনÑ এটা অন্তঃসার শূন্য, ফাঁপা বেলুন। কেউ কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। বিএনপি কোনদিন আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি। আওয়ামী লীগই বিএনপিকে অনুকরণ ও অনুসরণ করে। বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ তাদের ভিশনে, তাদের রাজনীতিতে, তাদের গঠনতন্ত্রসহ বহুক্ষেত্রে আমাদের অনুসরণ করেছেন এবং জিয়াউর রহমানকে অনুকরণ করেছে। তারপরও আমরা রাষ্ট্রক্ষমতা পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের কাছে গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে মির্জা আলমগীর বলেন, জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়টি এই ভিশনের আসার বিষয় নয়। এই বিষয় পরিস্কার করা দরকার। কারণ জামায়াত ও ২০ দলের সঙ্গে আমাদের যে ঐক্য, এই ঐক্যটা সম্পূর্ণভাবে আন্দোলন কেন্দ্রীক। আপনারা ২০ দলের ঘোষণাপত্র দেখুনÑ সেখানে পরিস্কার করে বলা হয়েছিল, এই ২০ দল গঠন করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং ফ্যাসিবাদি কায়দার জনগণের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য একটা আন্দোলন সৃষ্টি করাই হচ্ছে এ মূল লক্ষ্য। সুতরাং ২০৩০ সালে জামায়াতের সঙ্গে বিএনপির কি সম্পর্ক  হবে এখানে ‘ভিশন ২০৩০’ সেটা প্রকাশ করার কোন অবকাশ নেই। ‘ভিশন-২০৩০’ নিয়ে আলোচকদের বক্তব্যে বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, মতামত দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা প্রত্যাশা করছি, আপনাদের মতামত লিখিতভাবে আমাদের জানাবেন। আমরা আপনাদের মতামত বিবেচনা করে দেখবো। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে উদ্দেশ করে বলেন, মাঠে কবে নামবেন, না এবারও বলবেন ঈদের পর? আপনারা আর কত অজুহাত দেবেন। বিএনপির ভিশন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পরীক্ষার হলে নকল ছাড়া সব নকল করা ভালো। আপনারা বলছেন, বিএনপি অনুকরণ করেছে। খারাপ কিছু অনুকরণ না করা ভালো, ভালোর অনুকরণ করলে দোষের কিছু নেই। সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার পারভেজ আহমেদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল ও সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বক্তব্য দেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031